মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারিভাবে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হলেও সাধারণ মানুষ বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষজন সচেতন হওয়ার ব্যাপারে তাদের মধ্যে কোন ভ্রুক্ষেপ নেই।
মেহেরপুরের অনেক গ্রাম ঘুরে দেখা গেছে চায়ের দোকান থেকে খেলারমাঠ, রাস্তার দু’পাশে অসংখ্য মানুষ একত্রে বসে কাজ করছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে অবাধে মাস্ক বিহীন। গ্রামের শিশু কিশোর আবাল-বৃদ্ধ-বনিতা নারী সব একই রকম ভাবে চলাফেরা করছে। পাশাপাশি বসে মাঠে কাজ করছে।
আলগামন, নসিমন, করিমনে গাদাগাদি করে চলাফেরা করছে। গ্রাম অঞ্চলের এ সমস্ত মানুষের ভাব দেখে মনে হচ্ছে দেশে কোন কিছুই ঘটেনি। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠক ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা। সংবাদ এর এই ছবিটির দিকে তাকালে বোঝা যাবে গ্রামের মানুষ কতটুকু সচেতন হতে পেরেছে।
যে বয়সের মানুষকে নিয়ে সবচেয়ে বেশি ভয় সে বয়সের মানুষরাই জানেনা কতটুকু নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে? ছবির এই তিন মুরুব্বী কচু বোঝায় একটা আলগামনের উপর গাদাগাদি করে বসে জীবনের ঝুঁকি নিয়ে অবাধে চলাচল করছে। কচুর উপর আরও ১৫-২০ জন মানুষ এতটাই গাদাগাদি করে বসে রয়েছে তাতে করোনা ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয় ।