মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি মেহেরপুর-গাংনী সড়কের বিভিন্ন হাট- বাজারে প্রচারণা চালিয়েছেন।
সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি মেহেরপুর – গাংনী সড়কের দুপাশে চায়ের দোকান সহ বিভিন্ন স্থানে অবস্থানরত সাধারণ মানুষকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এবং সেই সাথে তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে কোনো অবস্থাতেই শঙ্কিত হলে চলবে না, সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকার মাধ্যমে এ ভাইরাস মোকাবেলা করতে হবে। ।
এ সময় জেলা প্রশাসক মো আতাউল গনি করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সামাজিক দূরুত্ব মেনে ও মাস্ক ব্যবহার করে বাড়ির বাইরে আসার আহ্বান জানান।