মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ প্রচারণা মাস্ক বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাস্ক বিতরণের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাস্ক বিতরণের উদ্বোধন ঘোষণা করেন।
পরে জেলা প্রশাসক মো আতাউল গনি স্থানীয় সাংবাদিকদের হাতে মাস্ক তুলে দিয়ে মাস্ক বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম সহ স্হানীয় সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।