তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধ প্রচারণা অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার বিকেলে কোভিড-১৯ প্রতিরোধে মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করায় গাংনীর জালাল উদ্দিনের ছেলে নয়নকে ২’শ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন। পরে তিনি প্রায় ৩০ জন ব্যক্তির মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং মানুষকে সচেতন করেন। এ সময় গাংনী থানা পুলিশের এস আই মাহাতাব ও সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।