তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে রুবিনা খাতুন (২২) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী মিলন হোসেনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন আইন এবং শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা ঘটনার অভিযোগে শনিবার সকাল ১০ টায় রুবিনা খাতুনের খালা রিজিয়া খাতুন বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, গৃহবধু রুবিনা খাতুনকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার খালা রিজিয়া খাতুন বাদী হয়ে গাংনী থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ২৩ তাং ১৭.১০.২০২০ ইং। মামলার আসামী রুবিনার স্বামী মিলন হোসেন পলাতক রয়েছে তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার বামুন্দীতে ভাড়া বাড়িতে নির্যাতন শেষে রুবিনার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। পরে শুক্রবার ভোর ৬টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পর থেকে স্বামী ওয়েভ ফাউন্ডেশনের মাঠ কর্মী মিলন হোসেন পলাতক রয়েছে।