মেহেরপুর নিউজ:
স্ত্রী শ্বশুর-শাশুড়ির নামে চুরির মামলা করেছে জামাতা সুমন রেজা। সুমন রেজা মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের মনসুর আলীর মেয়ে শিরিন আক্তারের সাথে প্রায় ২ বছর পূর্বে রঘুনাথপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে সুমন রেজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিরিন আক্তার তার শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার করতে থাকে, বিষয়টি সুমন তাকে নিষেধ করলেও সে কর্ণপাত করে না।
সুমন রেজা তার আর্জিতে বলেন, তিনি কর্মস্থলে চলে আসার পর শিরিনা মোবাইল ফোনে তার পিতামাতাকে ডেকে নিয়ে বাড়ি থেকে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা,২০ হাজার টাকা মূল্যের ৮টি শাড়ি, ৩০ হাজার টাকা মূল্যের একটি আংটি, ৩০ হাজার টাকা মূল্যের একজোড়া চুড়ি সহ বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কারসহ চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ঐ সমস্ত মালামাল ফেরত চাইতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হয়।
এ ঘটনায় সুমন রেজা বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতে ৪১৮/৩৮০/৪৪৭/৫০৬(২) পেনালকোড,১৮৬০ ধারায় একটি মামলা দায়ের করেন। যার সি আর নং ২৯২/২০২০। মামলায় আসামি করা হয় সেলিম রেজার স্ত্রী শিরিন আক্তার, শশুর মনসুর আলী, শ্যালক আশিক আলী এবং শাশুড়ি রশিদা খাতুন কে। আদালত মামলাটি তদন্তের জন্য মেহেরপুর সদর থানা কে নির্দেশ দিয়েছেন।