মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে আমঝুপি মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে দামুড়হুদা একাদশ জয়লাভ করেছে।
বুধবার অনুষ্ঠিত খেলায় দামুড়হুদা একাদশ ১-০ গোলে লিও স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে খেলার শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন ফারুক । খেলায় বিজয়ী দলের ফারুক ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। উদীয়মান খেলোয়াড় হিসেবে মুন্নাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সাগর ম্যান অফ দ্যা ম্যাচ ও বিশেষ পুরস্কার বিতরণ করেন।