মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ সেপ্টেম্বর:
মেহেরপুর সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা, এউড ও ডাব্লিউ বি বি ট্রার্সের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রন আইন ২০০৫ বাস্তবায়নে বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা তামাক নিয়ন্ত্রন টাস্ক ফোর্সের সদস্য ও সুবাহ’র নির্বাহী পরিচালক মঈন-উল আলম, সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার এন এ হালিম, ডা. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ পারভীন প্রমুখ।