মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি ক্রিকেট ক্লাবের উদ্যোগে কুঠিবাড়ি মাঠে এন পি এল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফ্রেন্ডস ইলেভেন জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় ফ্রেন্ডস ইলেভেন ৩ উইকেটে কিংস ইলেভেন কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। সালমান দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন। ফ্রেন্ডস ইলেভেনের রবিন ৩ ওভার বল করে ৩ রানের বিনিময়ে ৪ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ফ্রেন্ডস ইলেভেন ১৩ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আতিক দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন। কিংসের পক্ষে জিকো ৩টি উইকেট দখল করেন।