মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি পদে উপ-নির্বাচনের ভোটদান শুরু। মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি পদে উপ-নির্বাচন শুরু হয়েছে।
শনিবার সকাল ৯’টায় ভোটদান পর্ব শুরু হয় চলবে বিকাল ৪টা পর্যন্ত। সভাপতি পদের জন্য দুই জন প্রার্থী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও শাহিনুর রহমান রিটন তাদের মনোনয়নপত্র জমা দেন। ভোটের কয়েক ঘণ্টা পূর্বে প্যানেল মেয়র সহিদুর রহমান রিটন তার প্রার্থীতা প্রত্যাহারের কথা ঘোষণা দেন, কিন্তু নিয়ম অনুযায়ী শনিবার সকাল ৯’টা থেকে ভোটদান পর্ব শুরু হয়। সভাপতি পদে অপর প্রার্থী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস।
প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন বলেন সভাপতি প্রার্থী শাহিনুর রহমান রিটনের ভোটের আগের দিনের প্রার্থীতা প্রত্যাহারের কোনো ভিত্তি নেই, কেননা নির্বাচনী তফসিল অনুযায়ী তার প্রত্যাহার দিন আগেই পেরিয়ে গেছে, যে কারণে নিয়ম মেনেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়ার মৃত্যুজনিত কারণে সভাপতি পদ শূন্য হয়ে যায়।