মেহেরপুর নিউজ:
বাংলাদেশী দস্তা সার ভারতে পাচার করার অভিযোগে মিনারুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড,২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এর এ রায় দেন। মিনারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে ২০১৫ সালের ২৬ জুন তৎকালীন মুজিবনগর থানার এ এস আই আবু তাহের গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর-মুজিবনগর সড়কের গৌরীনগর নামক স্থানে একটি ইজিবাইক তল্লাশি চালিয়ে ৫৫ কেজি দস্তা সার উদ্ধার এবং মিনারুল কে আটক করেন। মিনারুল ওই দস্তা সার ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল বলে মিনারুল জানায়।
এ ঘটনায় মেহেরপুর মুজিবনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ১(এ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার জি আর কেস নং ২৬৬/১৫, এসটিসি নং ১৮০/১৫ ।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন,এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের জেল দেন। মামলার রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান কৌশানি ছিলেন।