এস খাঁন:
গত বছরের লোকসান পুষিয়ে নিতে এবং আসন্ন ঈদে বেচাকেনা করে ব্যাবস্যা টিকিয়ে রাখতে ব্যাবস্যায়ীদের দাবির প্রেক্ষিতে, সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি ও মাক্স পরিধান করার নিয়ম মেনে চলার অঙ্গীকার করে ব্যবসায়ীরা দোকানপাট খুলে ঈদের বেচাকেনা শুরু করে বেচাকেনা শুরু হতে না হতেই সব ধরনের অঙ্গীকার ও সচেতনতা উধাও হয়ে গেছে।
বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির মানুষরা কেনাকাটায় ব্যস্ত দোকানগুলোতে স্বাস্হ্যবিধি মেনে দূরত্ব রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাস্ক পরিহিত ক্রেতারা মাস্কবিহীন ক্রেতার সঙ্গে গাদাগাদি করে ভিড়ে ঠেলে জিনিসপত্র কিনছেন। দোকানিরা অনেকেই মাস্ক খুলে রেখে ক্রেতাদের সঙ্গে কথা বলছেন।
করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি কার্যকর করতে বাজার কমিটির নিয়মিত নজরদারির কথা থাকলেও তা চোখে পড়েনি এখনো।এই অবস্থায় দোকানের ভিতর যে ভিড় করোনা সংক্রমণের বড় উৎস হয়ে উঠতে পারে এই ভিড় জোরালো আশঙ্কা করছেন সচেতন মহল। শনিবার ও রবিবার মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, বাজারে কাপড়ের দোকানগুলোতে প্রায় ৯০% মহিলা ক্রেতা অধিকাংশ ক্রেতা-বিক্রেতা মাস্ক ব্যবহার করলেও গ্রামের মহিলারা মাক্স ব্যাবহার কম করছে তরুণ-তরুণীদের অনেকের থুতনিতে মাস্ক ঝুলছে । কেউবা মাস্ক দিয়ে শুধুমাত্র মুখ ঢেকে রেখেছে। বেশিরভাগ দোকান ও মার্কেট গুলোতে সামাজিক দূরত্বের বিষয়টি মানা হচ্ছে না। দোকানে দেখা যায়নি হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণু নাশক সামগ্রী। দোকানে প্রবেশ পথগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কোনো কড়াকড়ি নেই।
মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, তারা ক্রেতাদের স্বাস্থ্যবিধি মানাতে নানা ধরনের চেষ্টা চালাচ্ছেন। তবে ঈদ কেনাকাটায় ভিড় বাড়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। ক্রেতারা বলছেন, মার্কেটে ব্যবস্থা না থাকায় শারীরিক দূরত্ব মানা সাম্ভব না। অনেক দোকানদার মাস্ক ব্যবহার করছেন না। এজন্য প্রশাসনের তদারকি বাড়ানো জরুরি।
বাজার করতে আসা রামনগর গ্রামের কৌশিকুল ইসলাম বলেন ছেলে, মেয়ের ঈদের পোশাক কিনব এসেছি সকালের দিকে ভিড় কম হবে বলে আশা করেছিলাম। কিন্তু এসে দেখি দোকান ভালোভাবে খোলার আগেই ক্রেতারা দোকানে ঢুকে পড়ছে৷ ক্রেতাদের অধিকাংশ মহিলা তাদের ভিড়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো সুযোগ নেই। ব্যবসায়ী, বাজার কমিটি বা প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্যবিধি মানানোর কোনো উদ্যোগ চোখে পড়েনি। সবাই নিজ নিজ ব্যবসা নিয়েই ব্যস্ত। আমরা মাস্ক পরেছি, কিন্তু অনেকেই তো মাস্ক ছাড়া এছাড়া গাদাগাদিতে মাস্ক পরে থাকলে করোনা থেকে আমরা কতটুকু নিরাপদ থাকব সেটি চিন্তার বিষয়। দেখলাম দোকানে দোকানে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহার করার জন্য ব্যানার টাঙানে রয়েছে। এর বাইরে আর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। মাস্ক না পরেই ঢুকছে অনেকে। ক্রেতা ছাড়াও বিক্রেতাদের অনেকের মুখে মাস্ক নেই। এ ভাবে চলতে থাকলে যদি ভারতীয় ভেরিয়েন্ট আমাদের দেশে ঢুকে পড়ে তাহলে আমাদের অবস্হা ভারতের থেকে ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশেজ্ঞরা।