মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ট্রাফিক সিগন্যাল না মানায় শান্ত নামের এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে ইয়ামিন সহ কয়েকজন পুলিশ কনস্টেবলের নামে। নেম প্লেট খুলে রাখায় বাকিদের নাম জানা যায়নি। সোমবার বিকেলের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় করোনাভাইরাসের সচেতনতার লক্ষ্যে ট্রাফিক পুলিশের চেকপোস্ট চলমান ছিল। এসময় মাস্ক না পরে বেপরোয়া গতিতে ড্রাইভিং করায় শান্ত নামের এক যুবককে সিগন্যাল দিলে সে ট্রাফিক সিগন্যাল না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কয়েকজন কনস্টেবল তাকে জোর করে ধরে মীর ওয়াচ এন্ড ইলেকট্রনিক্স নামে একটি দোকানের ভিতর নিয়ে মারধর করে। এসময়ই ওই দোকানের বেশ কয়েকটি গ্লাস ভেঙে যায়। এবং মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, যার পরিমাণ প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছেন দোকানের মালিক মীর লিপটন। তবে ওই সময় সেখানে কর্তব্যরত পুলিশ অফিসার টিএসআই উত্তম দোকানের এই ক্ষয়ক্ষতি হওয়ার ক্ষতিপূরণ দেবে বলে আশ্বাস দেন। শান্ত মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের জিনারুল ইসলামের ছেলে।
টিএসআই উত্তম বলেন, শান্ত নামের ওই যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল এসময় তাকে সিগন্যাল দিলে সে সিগন্যাল ভঙ্গ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় কয়েকজন কনস্টেবল তাকে আটক করেছে, এবং তার গাড়িতে মামলা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।