মেহেরপুর নিউজ:
কয়েকদিনের বাচ্চা সহ বিভিন্ন বয়সের শতাধিক হনুমান এডাল থেকে ও ডাল, এ গাছ থেকে ও গাছ। এ বাড়ি থেকে ও বাড়ির ছাদ ছুটে বেড়াচ্ছে। ব্যতিক্রম শুধু এই হনুমানটি। এমনিতেই বয়স হয়েছে, চলাচলেও লোপ পেয়েছে।
দলের সঙ্গে আগের মত ছোটাছুটি করতে পারছে না। দেখেই বোঝা যাচ্ছে বেশ অসুস্থ হয়ে পড়েছে। মানুষ হলে তার চিকিৎসা করানো হতো।। কিংবা উন্নত বিশ্ব হলে এই হনুমানটিকে ও চিকিৎসার ব্যবস্থা করানো হতো। কিন্তু এখানে সে ব্যবস্থা করার কেউ নেই। তাইতো দলছুট এই হনুমানটি একা একা ঘুরে ফিরছে।কখনো বাড়ির আঙ্গিনায় কিংবা, কখনো ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে অবস্থান করছে। তার কাছে ভয়-ভীতি বলে কোন কিছু নেই। যেখানে বসেছে সেখানে ঘন্টা সময় পার করে দিচ্ছে।
অসুস্থ এ হনুমান টি একাকী চিত্তে বসে সময় পার করলেও কারো দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সুস্থ থাকা কালিন সময়ে হনুমানটিকে দেখে মানুষ ভয় পেত। আর এখন জনাকীর্ণ এলাকায় সে বসে থাকলে মানুষ তাকে ভয় পাচ্ছে।