মেহেরপুর নিউজ:
আগামী ৩০ মে থেকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে টুর্নামেন্ট পরিচালনা করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম কে সভাপতি, আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি। এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে উপদেষ্টা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন কে পৃষ্ঠপোষক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন আক্তার,, সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, শাহ দারা অফিসার ইনচার্জ মেহেরপুর সদর থানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন , মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল আলম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু , আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, ক্রীড়া শিক্ষক ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, সদর উপজেলায় স্কাউটস এর সাধারণ সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী, সদস্য এহসানুল কবীর আরিফ ।এছাড়া টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন ধরনের উপ-কমিটি গঠন করা হয়েছে।