মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি চার রুম বিশিষ্ট ইটের টিনশেড ভবন, দুইটি শৌচাগার ও একটি দেবদারু গাছ, প্রচার না করে নিলাম এর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফা সুলতানার বিরুদ্ধে।
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি রুমের ভিতর এই নিলাম কাজ সম্পন্ন করেন তারা এমন অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসীরা বলেন, কাউকে কিছু না জানিয়ে এই নিলাম করা হয়েছে। গ্রামবাসীরা আরো বলেন, প্রায় এক লক্ষ টাকার সম্পদ বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়।
যাদবপুর সারকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি আহসান হাবীব জিলা বলেন, আমাকে প্রধান শিক্ষক একটা নোটিশ দিয়েছিল, যেখানে উল্লেখ করা ছিল মঙ্গলবার সকাল দশটায় নিলাম অনুষ্ঠিত হবে। কিন্তু কোন জনগণকে এ ব্যাপারে অবহিত করা হয়নি বা কোনো সড়ক সম্প্রচার করা হয়নি, শুধুমাত্র এলাকার মসজিদের মাইকে একবার বলা হয়েছিল। এছাড়াও প্রায় এক লক্ষ টাকার সম্পদ বিক্রি করেছেন মাত্র ৫০ হাজার টাকায়। এ ব্যাপারে প্রশাসনকে ব্যাপারটি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফা সুলতানা বলেন, আজকে সকাল দশটায় নিলাম অনুষ্ঠিত হয়েছে, এবং ৫০ হাজার টাকায় ভবন ও শৌচাগার এবং ৩ হাজার টাকায় একটি দেবদারু গাছ বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন আমি জিলা ভাইকে একটি নোটিশ দিয়েছিলাম। প্রচার করার দায়িত্ব শুধু আমার না ম্যানেজিং কমিটির সদস্যদের রয়েছে কিছু দায়িত্ব। সড়ক প্রচার এর বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিলুফা খাতুন বলেন, সড়ক প্রচার করা হয়েছে বলে আমার জানা নাই। এ ব্যাপারে আমি কিছুই জানিনা। বুড়িপোতা পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম মহিদ বলেন, একটি সরকারি সম্পদ সুন্দর সুষ্ঠুভাবে নিলাম হোক এটি সকলেরই চাওয়া পাওয়া। যে গ্রামে বিদ্যালয়টি অবস্থিত সেই গ্রামের জনগণ এ বিষয়ে না জানালেও বাইরে থেকে লোকজন এসে নিলামে অংশগ্রহণ করেছে এটি অত্যন্ত দুঃখজনক।
তিনি আরো বলেন, আমাদের মেহেরপুরের প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আমরা আশা করি। উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার বেশকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও পরিত্যাক্ত ভবন, ঝুঁকিপূর্ণ প্রাচীর সহ গেট, অকেজো শৌচাগার ও বিভিন্ন গাছ প্রকাশ্যে নিলামে বিক্রয়ের জন্য উপজেলা নিলাম কমিটির ২৫/০৫/২০২১ অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।