মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে সরকারি ৮০ বিঘা খাঁস জমির দখল নেওয়াকে কেন্দ্র করে গ্রাম্য বিএনপি নেতা মনিরুর্দ্দিন দফাদার ও হালিম খাঁ গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পিরোজপুর গ্রামের আবুল খাঁর ছেলে হালিম খাঁ,লাল্টু খাঁ,ফিরোজ খাঁ,কালু খাঁ,সৈয়দ দফাদারের ছেলে মনিরুর্দ্দিন দফাদার ও মুজাম দফাদারের অবস্থা আশংকাজনক বলে মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। আহত অন্যান্যরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় মেহেরপুর সদর থানা পুলিশ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ,ফিরাতুল,জহিরুল,রাজু,উজির আলী,শহিদুল এবং আবুল কালাম।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বলেন,সরকারী খাস জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে। পরিস্থিতি মোকাবেলা করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে এবং ইতিমধ্যে ১৫ জনকে আটক করা হয়েছে।
পুুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়,মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বেংগাড়ি মাঠে ৮০ বিঘা সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে একই গ্রামের হালিম খাঁ ভোগদখল করে আসছিল। অপরদিকে জমিটি দখলে নিতে একই গ্রামের হালিম খাঁর প্রতিপক্ষ মনিরুর্দ্দিন দফাদার কয়েকবার চেষ্টা চালায়। এ অবস্থায় সরকার জমিটি লিজ দেওয়ার জন্য পিরোজপুর ইউনিয়ন পরিষদকে নির্দেশ দেন। তৎকালিন চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বর্তমান ভোগদখলকারী হালিম খাঁ দের চাষ করার দায়িত্ব দেয়।
আজ শনিবার বেলা ৩ টার দিকে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা সামসুল আলমের পক্ষের লোক মনিরুর্দ্দিন হঠাৎ করে জমিটি দখলে নিতে গেলে ভোগদখলকারী হালিম খাঁর লোকজন বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলে বিকেল ৪ টা পর্যন্ত। পরে সংবাদ পেয়ে আইসি ক্যাম্প পুলিশ ও পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বলেন,জমিটি মূলত সরকারের পক্ষ থেকে পিরোজপুর ইউনিয়ন পরিষদকে দেখভালের দায়িত্ব দেয়।
মেহেরপুরের এএসপি শাহেদ আকবর বলেন,জমিটি মূলত সরকারের। সরকার ইউনিয়ন পরিষদকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিলো দু’বছর আগে। যার দায়িত্ব পান তৎকালিন চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। কিন্তু চেয়ারম্যান পরিবর্তন হওয়ায় দখল নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ।
