মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ নভেম্বর:
সোমবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জেলা ই-সেবা উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠান দেখানো হয়। এদিন বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা, আমদহ, কুতুবপুর, মুজিবনগর উপজেলার মহাজনপুর, দারিয়াপুর, বাগোয়ান ও মোনাখালী ইউনিয়নে বিশেষ ব্যবস্থায় বড় পর্দায় সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়।
এসময় বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার, মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিমউদ্দিন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন ও মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা এবং ইউপি সচিব ও সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।