গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউপি নির্বাচনে আ,লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম বিশ্বাসকে বিজয়ী করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামে এ সম্মেলনের আয়ােজন করে মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগ। সম্মেলনে সভাপতিত্ব করেন মটমুড়া ইউপি নির্বাচনে আ,লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম বিশ্বাস। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের লীগের সাধারণ সম্পাদক ও গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রভাষক হাজী মহাম্মদ শফি কামাল পলাশ,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। এসময় বক্তব্য বক্তব্য রাখেন মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।