মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু।
রবিবার দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। আমাম হোসেন মিলুর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি মুজিবনগর উপজেলার যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে মহাজনপুর ইউনিয়নের যতারপুর, কোমরপুর, বাবুপুর, পরানপুর, মহাজনপুর, গোপালপুর গ্রাম প্রদক্ষিণ করে।
মোটরসাইকেল শোভাযাত্রা অগ্রভাগে আমাম হোসেন মিলু একটি মাইক্রো দাঁড়িয়ে বিভিন্ন গ্রামের রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিপুল পরিমাণ মোটরসাইকেল ছাড়াও আলগামন, নসিমন-করিমন পাওয়ার ট্রলি, ট্রাক্টরের চেপে মানুষজন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা বাদ্য বাজিয়ে এবং বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রার শ্রীবৃদ্ধি ঘটায়।