মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি যুব সংগঠনের উদ্যোগে আমঝুপি নীলকুঠি নাইট ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল এইট স্টার ক্লাব, বাগোয়ান ফুটবল একাদশ এবং আমঝুপি খেলাঘর নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।
রবিবার রাতে আমঝুপি নীলকুঠি মাঠে অনুষ্ঠিত খেলায় চাঁদবিল এইট স্টার টাইব্রেকারে ৩-২ গোলে চিৎলা জাগরণী ক্লাবকে, বাগোয়ান ফুটবল একাদশ ৩-০ গোলে হিজুলি একাদশকে এবং আমঝুপি খেলাঘর ৩-০ গোলে গোভিপুর ভৈরব ক্লাবকে পরাজিত করে।