মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৫০ তম শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের বালক এককে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়,মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় শালিকা মাধ্যমিক বিদ্যালয়, রাজনগর দাখিল মাদ্রাসা,এবং পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
বুধবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে আশরাফপুর দাখিল মাদ্রাসাকে ,মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২-০ সেটে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়কে, শালিকা মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে আর আর মাধ্যমিক বিদ্যালয়কে, রাজনগর দাখিল মাদ্রাসা ২-০ সেটে সি এম সিকে এবং পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে।
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৫০ তম শীতকালীন ক্রিকেট টুর্ণামেন্টে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় এবং মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। বুধবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৬৭ রানে শালিকা মাধ্যমিক বিদ্যালয়কে এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
দিনের প্রথম খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করে।জবাবে খেলতে নেমে শালিকা মাধ্যমিক বিদ্যালয় ১২ ওভারে ৭৩ রান করে সবাই আউট হয়ে যায়। এদিকে দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ১২ ওভারে মাত্র ৭২ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।