মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের প্রশিক্ষণ উপলক্ষে মুজিবনগর উপজেলা পর্যায়ে ফুটবলার বাছাই সম্পন্ন হয়েছে।
রবিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ফুটবল মাঠে অনূর্ধ্ব-১৫ ফুটবল দল বাছাই করা হয়। মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উপস্থিত থেকে ফুটবলারদের বাছাই করেন। মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকার ৫৫ জন ক্ষুদে ফুটবলার বাছাইপর্বে অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে মেহেরপুর সদর উপজেলা থেকে খেলোয়াড় বাছাই এর পর প্রশিক্ষণ শুরু করা হবে।