মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাবেক অধিনায়ক লিটন বলেছেন ফুটবল শুধু ঢাকা কেন্দ্রিক হওয়ায় সারা বাংলাদেশ ফুটবল জনপ্রিয় খেলা হওয়া সত্ত্বেও দর্শক মুখি হচ্ছে না।
তিনি বলেন, ফুটবলকে আরো গতিশীল এবং দর্শক মুখি করতে মফস্বল শহরগুলোতে বেশি করে নজর দিতে হবে। জাতীয় দলের সাবেক এ খেলোয়াড় মেহেরপুর নিউজ এর সাথে আলাপকালে একথা বলেন।
৮০-র দশকের ফুটবলের কথা স্মরণ করে লিটন বলেন, ওই সময় বাংলাদেশের যেকোন প্রান্তে ফুটবল খেলা হলে মানুষের ঢল নামতো ফুটবল খেলা দেখার জন্য। কিন্তু কালের বিবর্তনে সেই দৃশ্য এখন আর দেখা যায় না। লিটন বলেন করোনার মহামারীতে বিগত প্রায় দুই বছর যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বর্তমান সরকারের আমলে প্রাথমিক বিদ্যালয় গুলোতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু করায় বিগত বছরে অনেক খেলোয়াড় তৈরি হয়েছিল। কিন্তু এই দুই বছরে টুর্নামেন্ট না হওয়ার কারণে খেলোয়াড় তৈরিতে আমরা পিছিয়ে রয়েছি। সাবেক এই ফুটবলার ফুটবল থেকে অবসর গ্রহণ করলেও শুধুমাত্র ফুটবলের টানে তিনি মাঠে মাঠে ছুটে বেড়ান। খেলোয়াড় তৈরিতে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। জনপ্রিয় ফুটবল খেলা আবারো জনপ্রিয় হয়ে উঠবে এমনটিই প্রত্যাশা করেন লিটন।