মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ডিসেম্বর:
মেহেরপুর বিএনপি’র এক নেতাকে তার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। দলের গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকার কারনে তাকে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে তাকে অব্যহতি দেয়া হয়েছে।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের পুরাতন মদনা গ্রামের মৃত জাহান আলীর ছেলে মোঃ শহীদুল্লাহ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক। তিনি দল বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ায় তাকে লিখিতভাবে সর্তক করা হয়েছিল।
কিন্তু তিনি সংশোধন না হওয়ায় এবং দলীয় আদেশ অমান্য কারায় তাকে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে তাকে দলের সকল পদ ও দলীয় সদস্য পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।