মেহেরপুর নিউজ:
এক সময় গাদন খেলা সহ হা-ডু-ডু, কাবাডি, লাঠিখেলা, গোল্লাছুট, কানামাছি ভোঁ ভোঁ, এক্কাদোক্কা, ডাংগুলি, মোরগ লড়াই, ষাঁড়ের লড়াইসহ অনেক ধরনের গ্রামীণ খেলার প্রচলন ছিলো। কালের বিবর্তনে এসব খেলার অধিকাংশই হারিয়ে গেছে। গ্রামীণ খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সদর উপজেলার আলমপুর দক্ষিণপাড়ায় আয়োজন করা হয় জনপ্রিয় ‘গাদন’ খেলার।
শনিবার রাতে আলমপুর দক্ষিণপাড়া মাঠে এ গাদন খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শাহজালালের দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মতিউর রহমান, মোহা; ইদ্রিস আলী, মোহা:কমর উদ্দিন, আজিম উদ্দিন, আব্দুল বারি, শহিদুল ইসলাম, আব্দুস সালাম প্রমূখ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
সরেজমিনে দেখা যায়, খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সারাদিন উপভোগ করে ঐতিহ্যবাহী এ খেলা। এ ধরনের খেলা গ্রাম বাংলার প্রাণ। এ অঞ্চলের মানুষের প্রাচীন খেলা গাদন । ঐতিহ্যবাহী এ খেলাকে কেন্দ্র করে এ অঞ্চলে উৎসবের আমেজ সৃষ্টি হয়।