মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় সেখানে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এবং শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন। অন্যদের মধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আনারুল ইসলাম, শাহজামান প্রমূখ উপস্থিত ছিলেন। সদর উপজেলা মোট ৮ টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দলগুলো হলো মেহেরপুর পৌরসভা, আমদাহ ইউনিয়ন, আমঝুপি ইউনিয়ন, পিরোজপুর ইউনিয়ন, বুড়িপোতা ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, শ্যামপুর ইউনিয়ন এবং বাড়াদী ইউনিয়ন।