মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আমদহ ইউনিয়ন জয়লাভ করেছে। সোমবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় আমদহ ইউনিয়ন আসমাউলের দেওয়া একমাত্র গোলে পিরোজপুর ইউনিয়ন কে পরাজিত করে। খেলা শেষ হওয়ার ৭ মিনিট পূর্বে আসমাউল জয়সূচক গোলটি করেন।
এদিকে একই মাঠে অনুষ্ঠিত বুড়িপোতা ইউনিয়ন ও শ্যামপুর ইউনিয়নের মধ্যকার দিনের প্রথম খেলা পরিত্যক্ত হয়েছে। খেলা শেষ হওয়ার তিন মিনিট পূর্বে বুড়িপোতা ইউনিয়ন একটি গোল করে।এসময় সহকারি রেফারী আশিক অফসাইডের পতাকা উত্তোলন করেন। রেফারি আব্দুল কুদ্দুস অফসাইডের বাঁশি বাজান
।এনিয়ে বুড়িপোতা ইউনিয়নের খেলোয়াড় ও কর্মকর্তারা গোলের দাবি জানান। শেষ পর্যন্ত বুড়িপোতা ইউনিয়ন পরিষদ খেলতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ত্যাগ করেন। সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন বলেন খেলাটির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে।