গাংনী প্রতিনিধি :
ঐতিহ্যবাহী মেহেরপুরের গাংনী হাইস্কুল ফুটবল মাঠের প্রাণ ফেরাতে মেয়র আহম্মেদ আলীর উদ্যােগ গ্রহণ করেছেন। এ কারণে সংস্কার হচ্ছে ঐতিহ্যবাহী গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ ফুটবল মাঠ। এলাকার মানুষের প্রিয় এই মাঠের সংস্কার এবং আধুনিকায়নের কাজ ইতােমধ্যে শুরু হয়েছে খুশি ও এলাকাবাসী।
গাংনী পৌরসভার উদ্যোগে মাঠে মাটি ভরাট করে উঁচু করাসহ আধুনিকায়নের এই কাজ শুরু হওয়ায় এলাকাবাসি মধ্যে আশার সঞ্চার জেগেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাধুলায় গাংনী উপজেলার শহরের কেন্দ্রীয় এ মাঠটি সোনালি দিনের স্বাক্ষর বহন করে চলেছে। এই মাঠে একসময় অনুষ্ঠিত হতো উপজেলা পর্যায়ের ফুটবল টুর্ণামেন্ট। এ ছাড়াও, ক্রিকেট, হ্যান্ডবলসহ উপজেলা পর্যায়ের সব ধরণের খেলা এবং আন্তর্জাতিক মাতৃভাষা, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ জাতীয় ও আঞ্চলিক অনুষ্ঠানগুলাে। এই মাঠে আয়োজন করা হতো বিভিন্ন ধরনের ছোট-বড় খেলার আসর।
খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ নিয়মিত শরীর চর্চাও করতো। কিন্তু দীর্ঘ দিন এই মাঠের কোনো সংস্কার না করার কারণে এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না সামান্য বৃষ্টিতেই যেনাে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শুকনো মৌসুমে মাঠ কিছুটা ব্যবহার করা গেলেও বর্ষা মৌসুমে কােন ভাবেই ব্যবহারের উপযােগি হয়ে ওঠে না। এই মাঠটি দিন দিন তার ঐতিহ্য হারিয়ে ফেলতে বসেছিল। গত কয়েক মাস আগে এই বিষয়ে মেহেরপুর নিউজসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী এই মাঠটির ঐতিহ্য ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করেন। তারই ফলশ্রুতিতে কয়েক আগে শুরু হয়েছে মাঠটিতে মাটি দিয়ে ভরাট করার কাজ। এতে করে খুশি এলাকাবাসি।
সাবেক ফুটবলার আমিরুল ইসলাম অল্ডামসহ অনেকেই বলেন, মাঠ সংস্কারের কাজ দেখে খুবই ভালো লাগছে। তবে জলাবদ্ধতা নিরসনে মাঠের পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করলে,আরাে ভাল হতাে। মাঠটি সংস্ক্রারের ফলে আবার আমরা সব বয়সের মানুষ মাঠে খেলাধুলায় মেতে উঠতে পারবো। আবার বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠবে এই প্রিয় মাঠটি। এদিকে,কাজ শুরু করায় গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী বলেন, শুধু মাটি দিয়ে ভরাটই নয়। আধুনিকায় করতে যা যা দরকার বর্তমান ক্রীড়াবান্ধব সরকার সেই সব কাজ দ্রুতই সম্পন্ন করবেন বলে আমরা আশাবাদী।