মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া যুব সমাজের উদ্যোগে গাড়াবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে গাংনী ফুটবল একাদশ। শনিবার বিকালে গাড়াবাড়িয়া মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়াটার ফাইনাল খেলায় গাংনী একাদশ ২-০ গোলে আশরাফপুর জনকল্যাণ ক্লাবকে পরাজিত করে। বিজয় দলের পক্ষে আরাফাত এবং সেন্টু একটি করে গোল করেন।