মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মক্কা চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর স্টেডিয়ামপাড়ায় মক্কা চক্ষু হাসপাতাল উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুরে-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মক্কা চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন।
মক্কা চক্ষু হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর আহাম্মেদ তাহের হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আলাম সিদ্দিক। পরে মক্কা চক্ষু হাসপাতালের উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।