মেহেরপুর নিউজ:
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাইট স্টারের উদ্যোগে মল্লিকপাড়া, ০৭ নং ওয়ার্ড মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পৌর কাউন্সিলর নুরুল আরশাফ রাজিব উপস্থিত থেকে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্ণামেন্টে মোট ১৮ টি ক্লাব অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রোলেক্স এন্টারপ্রাইজ জয়লাভ করেছে। খেলার রোলেক্স এন্টারপ্রাইজ ৩-০ গোলে সেভেন স্টার কে পরাজিত করে। বিজয়ী দলের রোমিও দুটি এবং জিম একটি গোল করেন।