মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী:
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র্যালি ও ছাত্রলীগের প্রবীণ নেতাদের মিলন মেলার মধ্য দিয়ে বুধবার মেহেরপুর জেলায় ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্রলীগ নেতাদের মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সাফুয়ান আহমেদ রূপকের সভাপতিত্বে মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, শহর আওয়ামীলীগের সম্পাদক আক্কাচ আলী।
বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, মফিজুর রহমান, সাবেক সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সম্পাদক বারিকুল ইসলাম লিজন, কাবিজুল হক মিলন, পৌর কাউন্সিলর আব্দুলাহ আল মামুন বিপুল, অ্যাড. খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, বায়োজিত হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এর আগে সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেএকটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক ও সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে আনন্দ মিছিলটি বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, মফিজুর রহমান, সাবেক সম্পাদক মোজাম্মেল হক, কাবিজুল হক মিলন, পৌর কাউন্সিলর আব্দুলাহ আল মামুন বিপুল, অ্যাড. খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, ডালিম খান, বায়োজিত হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ছাত্রলীগের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সূচনা করা হয়।
এসময় জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে জাতীর জনকের প্রতি শ্রোদ্ধা নিবেদন করা হয়। এ সময় ছাত্রলীগের নবীন ও প্রবীণ নেতাকর্মীদের পদভারে শিল্পকলা চত্বর মুখরিত হয়ে ওঠে।