মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী:
মেহেরপুর বে-সরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার মেহেরপুর মুজিবনগর কমপেক্স প্রাঙ্গনে বে-সরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
বে-সরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, উপজেলা নির্বাহী অফিসার একেএম আজাদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আবু নাসার। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সহকারি স্কুল পরিদর্শক হাসনাইন করিম।
বক্তব্য রাখেন বে-সরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, আশরাফুজ্জামান, আব্দুস সামাদ, রুহুল আমীন প্রমুখ।
সম্মেলনে সংসদ সদস্য জয়নাল আবেদীন বে-সরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতিকে একলাখ টাকা অনুদান প্রদানের কথা ঘোষনা দেন।