মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম (অবঃ) ২ দিনের এক সফরে শনিবার মেহেরপুর এসেছেন।
প্রতিমন্ত্রী এদিন বিকেলে মেহেরপুর পৌছে মুজিবনগর মুক্তিযোদ্ধা স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেন। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির শিল্পিরা এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম (অবঃ) মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শওকত মোমেন শাজাহান, সামছুর রহমান শরিফ, বেগম রুবি রহমান, সচিব মিজানুর রহমান, বাবুল মিয়া, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু সহ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।
