মেহেরপুর নিউজ :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বোন এবং সাবেক এমপি মরহুম ছহিউদ্দীন বিশ্বাসের মেয়ে ফেরদৌস আরা চুনীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।
২০১৭ সালের ২৫ নভেম্বর ফেরদৌস আরা চুনী মৃত্যুবরণ করেন। ফেরদৌস আরা চুনী ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু যোদ্ধা, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফেরদৌস আরা চুনীর ৫ম মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার তার পরিবারের উদ্যোগে মেহেরপুর বড়বাজার গড় মসজিদ এবং বোসপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে এলাকাবাসী,শুভাকাঙ্ক্ষী সহ সকলকে উপস্থিত থাকার জন্য ফেরদৌস আরা চুনীর সন্তানদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।