মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারী:
প্ররীন বংশী বাদক মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার বাসিন্দা একরামূল হক কালু ওরফে কালু পাকালী (৮০) গুরুতর অসুস্থ হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না——রাজেউন)। বেশ কিছু দিন যাবত তিনি শ্বাস কষ্টে ভুগছেন। মঙ্গলবার দিনগত রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মরহুম কালু’র স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন। বুধবার বাদযোহর মেহেরপুর হোটেল রাজার জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনসহ সর্ব স্তরের মানুষ তার নামাজে জানাজা ও দাফন কাজে অংশ গ্রহণ করেন।