মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর সদর উপজেলার কোলা ইলেভেন স্টার জয়লাভ করেছে।
রবিবার বিকালে অনুষ্ঠিত খেলায় কোলা ইলেভেন স্টার ৪-১ গোলে মেহেরপুর সংগ্রাম ক্রীড়া চক্রকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে আনোয়ার ৩টি মাসুম ১টি গোল করেন। সংগ্রামের পক্ষে সঞ্জু ১টি গোল পরিশোধ করেন। খেলাটি পরিচালনা করেন একে আজাদ টিটু ও কামাল হোসেন মিন্টু। তাকে সহযোগিতা করেন ফারহা হোসেন লিটন।