মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জানুয়ারী:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার তৃতীয় দিনের মত মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ টিনের চিমনি ব্যবহার ও ইট পোড়ানোর অভিযোগে ২ টি টিনের চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং ২ জন ইটভাটা মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার মামুনুর রশিদ ও মোঃ জুরাইয়েরের নেতৃত্বে র্যাবের সহযোগিতায় এদিন মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ২ ভাটা মালিকের নিকট থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
