মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকনের নেতৃত্বে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ শেষে উপজেলা চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন।
পুষ্প মাল্য অর্পনের সময় অন্যদের মধ্যে ইউপি সচীব শাহাদাত হোসেন, ১ নং ওয়ার্ডের সদস্য আবুল হায়াত,২ নং ওয়ার্ডের আক্কাস আলী, ৩নং ওয়ার্ডের দরুদ আলী,৪ নং ওয়ার্ডের মাওলাদ হোসেন, ৫ নং ওয়ার্ডের ফিরোজ হোসেন,৬ নং ওয়ার্ডের রেজাউল করিম, ৭ নং ওয়ার্ডের কাউসার আলী, ৮ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম, এবং ৯ নং ওয়ার্ডের মোকাসেদ হোসেন, ১নং ওয়ার্ডে (১,২ ও ৩) নং ওয়ার্ডর পিপুলি খাতুন,২ নং ওয়ার্ডের (৪,৫ ও ৬) নং ওয়ার্ডর মনিরা খাতুন, এবং ৩নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯) নং ওয়ার্ডের জেসমিন খাতুন সেখানে উপস্থিত ছিলেন।