মেহেরপুর নিউজ:
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মেহেরপুর জেলা ইমাম সমিতির নেতৃবৃন্দরা।বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্পর্কে জেলা প্রশাসককে অবগত করা হয় এবং তাদের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক হাফেজ আক্কাস আলী, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহাব, সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সানোয়ার হোসেন, পৌর ইমাম সমিতির দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন।