মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের মাঠ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ ময়না তদন্ত শেষে মেহেরপুর বন্দর শ্মশানে দাহ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে অজ্ঞাত ব্যক্তিকে দাহ করা হয়। রবিবার দুপুরের দিকে সদর উপজেলা যাদবপুর গ্রামের মাঠে আনুমানিক ৬০ বছর বয়সী এক ভবঘুরে পাগলের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্ত শেষে বন্দর শশ্মান ঘাটে তাকে দাহ করা হয়। কাজল দত্ত এবং আফজাল হোসেন লিখনের সহযোগিতায় তাকে দাহ করা হয়।এদিকে মরদেহ উদ্ধারের পর বুড়িপতি ইউনিয়নের সদস্য আলমগীর হোসেন লালটু মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।