মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় পবিত্র রমজানের ১৯ তম দিনে মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। এতেকাফ ভঙ্গের কারণ সমুহ ও মাকরুহ সমুহ বিষয়ে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনন্দবাস মারকাজুল উলুম মাদরাসার শিক্ষক মুফতি আল আমিন।পবিত্র কোরআন তেলাওয়াত করেন আল্লাহর দরগা মাদরাসা ছাত্র মোহাম্মাদ রেজওয়ান। গজল পরিবেশন করেন আনন্দবাস মারকাজুল উলুম মাদরাসার ছাত্র মুফতি খালিদ হোসাইন।