মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় পবিত্র রমজানের ২২ তম দিনে মেহেরপুর মডেল জামে মসজিদে মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। লাইলাতুল কদরের গুরুত্ব ও ফাজায়েল বিষয়ে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঘোষ পাড়া জামে মসজিদ খতিব ও মেহেরপুর পৌর ইমাম পরিষদের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন দারুল উলুম মাদরাসার ছাত্র মোহাম্মদ আনোয়ার হোসেন। গজল পরিবেশন করেন বায়তুল ফুরকান ইসলামিয়া মাদরাসা ছাত্র মোহাম্মদ রেদওয়ান হোসেন।