গাংনী প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের উদ্যােগে অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে অদ্যবদি এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব (অতি: দা:) মতিয়ার রহমানসহ পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ জানান এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নে ৭ হাজার ২৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে। যার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।