মেহেরপুর নিউজ:
“মাদক কে না বলি, মাদক মুক্ত মেহেরপুর গড়ি”। এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর শহরের ৩ নম্বর ওয়ার্ড বেড় পাড়ায় এ পথসভা ও র্যালী অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। এর আগে মাদক বিরোধী একটি র্যালী বের করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে র্যালীটি কাথুলী বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, অতিরিক্ত পিপি আসাদুজ্জামান, ব্যবসায়ী শাহিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হায়দার আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।