সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। এসডিজি ইউনিয়ন তথা ওয়ার্ড গড়ার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সম্পর্কে আলােচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়নের ৪ নং বালিয়াঘাট ওয়ার্ডের মেম্বার (সদস্য) আসাদুল হক। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল। এসময় বক্তব্য রাখেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ই বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল বলেন,জনগণ সকল ক্ষমতার মালিক। তাই ইউনিয়ন তথা সকল ওয়ার্ডে এসডিজি বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। জনগণ সাথে থাকলে,বামন্দী ইউনিয়ন দেশের অন্যতম মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবাে আশা করি।