মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার মহাজনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২৩-২০২৪ অর্থবছরের ৯৯ লক্ষ, ৫২ হাজার ৯০০ টাকার বাজেট ঘোষণা করা হয়।
মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন মহাজনপুর ইউনিয়ন পরিষদের সচিব সাহাবুদ্দিন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক দাউদ, কোমরপুর ক্যাম্প ইনচার্জ এস.এম সেকেন্দার, প্যানেল চেয়ারম্যান ময়নউদ্দিন, কোমরপুর বাজার কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন চঞ্চল,ইউপি সদস্য আরিফ হোসেন, আক্তারুজ্জামান, বিপ্লব, সৌরভ হোসেন, ফিদু, বিল্লাল হোসেন প্রমুখ।