মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন (বাপাকা) মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার সকালের দিকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন (বাপাকা)মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে এবং পরে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোজাহিদুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এবং জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানান।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন (বাপাকা)মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আসিফ ইকবালের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমদহ ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সামিউল ইসলাম সুমন, কাথুলী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আসলাম আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আসমা খাতুন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রাজিয়া সুলতানা, ধানখোলা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।