মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। সোমবার রাতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা যুবলীগের আহবায় ও মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে মেহেরপুর পৌর গেটে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হোসেন চাদু,পৌর কাউন্সিলর আল মামুন,মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমূখ।
এদিকে এর আগে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহবায় ও মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।